মানুষের নিষ্ঠুর আচরণের কারণে সামুদ্রিক পরিবেশের কি-স্টোন বা অবিচ্ছেদ্য অংশ উপকারী এ প্রাণীটির বিলুপ্তি ঘটছে। ।গভীর সমুদ্রে জেলেদের ফেলে রাখা ট্রলিং জাল, বিহিঙ্গি ও বার্মাইয়া (মিয়ানমারের) নিষিদ্ধ রক ও কারেন্ট জালে আটকা পড়ছে মা-কচ্ছপ। গর্ভবতী কচ্ছপকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে সাগরে নিক্ষেপ করছেন জেলেরা। পরে জোয়ারের পানিতে সৈকতে ভেসে আসছে। সুন্দরবনের দুবলার চর থেকে ছবিটি তুলেছেন এনভায়ারমেন্টমুভ ডটকম প্রতিনিধি তাওহীদ হোসাইন

কচ্ছপ নিধন

মানুষের নিষ্ঠুর আচরণের কারণে সামুদ্রিক পরিবেশের কি-স্টোন বাঅবিচ্ছেদ্য অংশ  উপকারী এ প্রাণীটির বিলুপ্তি ঘটছে। ।গভীর সমুদ্রে জেলেদের ফেলে রাখা ট্রলিং জাল, বিহিঙ্গি ও বার্মাইয়া (মিয়ানমারের) নিষিদ্ধ রক ও কারেন্ট জালে আটকা পড়ছে মা-কচ্ছপ। গর্ভবতী কচ্ছপকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে সাগরে নিক্ষেপ করছেন জেলেরা। পরে জোয়ারের পানিতে সৈকতে ভেসে আসছে। সুন্দরবনের দুবলার চর থেকে ছবিটি তুলেছেন এনভায়ারমেন্টমুভ ডটকম  প্রতিনিধি তাওহীদ হোসাইন
মানুষের নিষ্ঠুর আচরণের কারণে সামুদ্রিক পরিবেশের কি-স্টোন বা
অবিচ্ছেদ্য অংশ উপকারী এ প্রাণীটির বিলুপ্তি ঘটছে। ।গভীর সমুদ্রে জেলেদের ফেলে রাখা ট্রলিং জাল, বিহিঙ্গি ও বার্মাইয়া (মিয়ানমারের) নিষিদ্ধ রক ও কারেন্ট জালে আটকা পড়ছে মা-কচ্ছপ। গর্ভবতী কচ্ছপকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে সাগরে নিক্ষেপ করছেন জেলেরা। পরে জোয়ারের পানিতে সৈকতে ভেসে আসছে। সুন্দরবনের দুবলার চর থেকে ছবিটি তুলেছেন এনভায়ারমেন্টমুভ ডটকম প্রতিনিধি তাওহীদ হোসাইন।

Check Also

ঊপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর ঊপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতি এবং সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান তুলে ধরাই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

বিদীর্ণের সৌন্দর্য‍তা । ছবি : আনজালিন হায়দার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *