ফেলনা জিনিস যায়না ফেলা সহজে……

জাসিয়া জান্নাত 

  • বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোস পাইপ দিয়ে পানি দিচ্ছেন!!! না দরকার নেই!!একটা বড়সড় পানির জারের নিচটায় কয়েকটা ফুটো করে দিন। আর বসিয়ে দিন বাগানের জায়গায় জায়গায়, আর পানিপূর্ণ করে দিন জার গুলো। ব্যস… হয়ে গেলো…
  • স্যাঁতস্যাঁতে ভাব এবং চিতি পরা থেকে আপনার জরুরি এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলোকে বাঁচাতে এগুলোর সাথে সিলিকা জেলের প্যাকেটের থাকার ব্যবস্থা করে দিন!!!

drying_roses_with_silica_gel_01

  • আদ্রতা এবং আলো প্রিন্টেড ছবির জন্য খুবি ক্ষতিকর। আদ্রতা থেকে রক্ষার জন্য ছবি সংরক্ষণের সময় তার সাথে সিলিকা জেলের প্যাকেট হতে পারে দারুণ আদ্রতা শোষক।
  • ওহো… চাবির ছরা টা আবারো হারিয়েছেন… আর হারাবেনা!!!  কর্কের তৈরি বোতলের ছিপিকে ব্যবহার করুন চাবির রিং হিসেবে। এতে করে পানিতে ডুবে অন্তত আপনার চাবি খোয়া যাবে না।

cork-keychain

  • পুরনো খবরের কাগজ টেবিল ক্লথের নিচে ছড়িয়ে রাখুন, যেকোনো ধরনের তরল পদার্থের হাত থেকে আপনার টেবিল এখন সুরক্ষিত।
  • জানালা পরিষ্কার করতে কাপড়ের পরিবর্তে পুরনো খবরের কাগজ ব্যবহার করতে পারেন কাগজগুলো ভালোই ময়লা শোষক।
  • পুরনো খেলাধুলার সামগ্রী যেমন মনপলির গুটি , ছক্কার গুটি , স্ক্রেবল এর গুটি কে গয়না তৈরির কাজে কিংবা উপহার সামগ্রি সাজানোর কাজে লাগানো যায় কি!!!
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজের ভিতরে খোলা বয়াম বা বাটিতে চা তৈরির পর যে পরিতেক্ত অংশ থাকে সেটি রেখে দিন ।
  • ব্যবহৃত চায়ের দানা বাগানের গাছের চারপাশে গোল করে ছড়িয়ে দিলে গাছ কে  পিঁপড়া বা অন্য পোকামাকড়ের হাত থেকে বাঁচানো যায়।
  • টি- ব্যাগ থেকে রস বের করে চোখের উপর রাখলে চোখ থেকে পানি পড়া এবং ঘুম ঘুম ভাব দূর হয়।
  • টি- ব্যাগ থেকে রস সংগ্রহ করে তা পোকা কামড়ালে বা সামান্য পুড়ে যাওয়া জায়গায় লাগালে  জ্বালা অনেকটাই কমে যায়।
  • যদি আপনি রাবারের গ্লাভস পরে স্বস্তি অনুভব না করেন তবে  বাসন- কসন ধোয়ার সময়ে কাগজের হাতা ব্যবহার করতে পারেন।
  • টয়লেট পেপার ব্যবহার এর পর, টয়লেট পেপার টিউব নানা কাজে ব্যবহার হতে পারে। যেমনঃ খেলার সামগ্রী বা ছোট পোষা প্রাণীর বাসস্থান হিসেবে।

Check Also

প্রকৃতিতে সালফারের ঘাটতি; বিশেষজ্ঞ কী বলছেন? (শেষপর্ব)

দীর্ঘ গবেষণার ফলাফলস্বরূপ প্রাপ্ত উপাত্ত নিয়ে গবেষণাপত্রের সহলেখক লোয়েল জেনট্রি বলেন, “সাম্যবস্থা ঋণাত্মক। যে পরিমাণ সালফার ফসল উৎপাদনের জন্য প্রয়োজন তা বায়ুমণ্ডল সরবরাহ করতে পারছে না। সেইসাথে ঘাটতি কৃষিজমিতেই। কৃষিজমিতে জৈব পদার্থে প্রচুর পরিমাণে সালফার রয়েছে, কিন্তু তা অত্যন্ত ধীরে বিয়োজিত হয়। ফলে তা শস্যের চাহিদার সাথে খাপ খাওয়াতে পারেনা এবং এই পরিস্থিতিতেই কৃষকদের সালফার সার যোগ করার প্রয়োজন পড়বে”।

প্রকৃতিতে সালফারের ঘাটতি; বিশেষজ্ঞ কী বলছেন? পর্ব-১

সালফার চক্র এই মূহুর্তে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ, বর্তমান পরিসংখ্যান দেখাচ্ছে সালফারের পরিমাণ প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। বিগত বিশ বছরের উপাত্ত নিয়ে ‘ইলিনয়িস বিশ্ববিদ্যালয়’র পরিচালিত সমীক্ষা এই তথ্যই দিচ্ছে। সমীক্ষা আরও বলছে, এর ফলে মধ্যপশ্চিমাঞ্চলের জলবিভাজিকা এবং নদীগুলোতে সালফারের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেয়েছে যার প্রভাব পড়তে চলেছে কৃষিজমিতে। এর ফলে কৃষকদের কৃষিভূমিতে পৃথকভাবে সালফার প্রয়োগের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *