লাল লতিকা হট্টিটি । ছবি : আবু সায়েম

Red-wattled Lapwing, Abu Sayem‎

হট্টিটি (Lapwing) Perciformes বর্গের, জলাশয়ের উপকূলভাগের একদল ছোট আকারের পাখি। এদের মাথায় ঝুঁটি এবং প্রশস্ত ডানা আছে। হট্টিটির অধিকাংশ প্রজাতি পূর্ব গোলার্ধ ও দক্ষিণ আমেরিকায় বিস্তৃত এবং এটি পী-ওইট স্বরে ডাকে এবং নিজেকে আড়ালে রাখে। এটি উন্মুক্ত প্রান্তরে, মাঠে ও খামারে ঘন ঘন উড়ে যায়; শীতকালে কর্দমাক্ত মাটিতেও দেখা যায়। খাদ্যতালিকায় বেশির ভাগ থাকে কীটপতঙ্গ, কৃমিকীট ও অন্যান্য অমেরুদন্ডী প্রাণী। অবশ্য, শাকসবজি যেমন, বীজ ও ছত্রাক, কখনও ব্যাঙ ও ব্যাঙাচিও খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত থাকে। সারা পৃথিবীতে ২০ প্রজাতির হট্টিটি রয়েছে। বাংলাদেশের ৭টির মধ্যে ৩টি স্থায়ী ও ৪টি পরিযায়ী।

বাংলাদেশের তিন প্রজাতির স্থায়ী হট্টিটির মধ্যে রয়েছে: নদীর হট্টিটি (River Lapwing, Vanellus duvaucelli), লাল-লতিকা হট্টিটি (Red-wattled Lapwing, Vanellus indicus) এবং হলদে লতিকা হট্টিটি (Yellow-wattled Lapwing, Vanellus malabaricus)। পরিযায়ী হট্টিটির মধ্যে আছে ধূসর মাথা হট্টিটি (Grey-headed Lapwing, Vanellus cinereus), সঙ্গপ্রিয় হট্টিটি (Sociable Lapwing, Vanellus gregarius), সাদালেজি হট্টিটি (White-tailed Lapwing, Vanellus leucurus) ও উত্তরদেশের হট্টিটি (Northern Lapwing, Vanellus vanellus)।

Check Also

গরীবের তরকারী । ছবি : ফাতেমা কিবরিয়া লাবণ্য

বাংলাদেশে লালশাক খুব জনপ্রিয় সবজি। এটি একটি ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাদ্য।মূল্য একেবারে কম হওয়ায় ‘গরীবের …

সবুজের বুকে হলুদ চোখের কানিবক । ছবি : ইমরান হোসেন ইমু

  নিরীহ পাখি কানিবক মূলত জলের পাখি । সাধারণত পুকুর, খাল-বিল, ঝিল ও নদীসহ সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *