আলোকচিত্রে আলোকিত হল দৃক গ্যালারি

14102552_10202197832383707_6515222931163444047_n

রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে হয়ে গেলো ৩ দিনের ছবির প্রদর্শনী। এই ছবি প্রদর্শনী ১৯ তারিখ থেকে শুরু হয়ে শেষ হয় গত রোববার। অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে ছিলেন ডেইলি স্টারের লেখক ইহতিসাম কবির এবং বিশেষ অতিথি ফটোগ্রাফার রেজা আমিন ।

Photography Is My Hobby  শুরুর দিকে একটি ফেসবুক গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে বর্তমানে সেই গ্রুপটি ফটোগ্রাফারদের একটি  কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । শুরু থেকে এখন পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা হলেন  প্রতিষ্ঠাতা নাফিস আমিন এবং রনি রহমান। খোলা মনের অধিকারী এসব তরুণ ফটোগ্রাফারদের সাথে চাইলেই যে কেও জমিয়ে ফেলতে পারেন ফটোগ্রাফি বিষয়ক আড্ডা। সাধারণ মানুষের মধ্যে আলোকচিত্র নিয়ে ভাবনা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে ও অবদান রাখতে বদ্ধপরিকর এই দল।

সংগঠনের প্রতিষ্ঠাতা রনি রহমান জানান , এবার পুরস্কার তুলে দেওয়া হয় ১০টি ক্যাটাগরির ১০ জন বিজয়ীকে। এই প্রদর্শনীর জন্য প্রায় আড়াই হাজার ছবি জমা পড়েছিলো। এর মধ্য থেকে ৮৯ জন ফটোগ্রাফারের ৮৯টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করা হয়।যার মধ্যে ছিল দেশী ও বিদেশী আলোকচিত্রশিল্পীরা।

Check Also

মস্তিস্ক ভক্ষক অ্যামিবা !

এই রোগের চিকিৎসা সম্পর্কে কোন স্পষ্ট ধারণা নেই। কিন্তু ল্যাবরেটরিতে অনেক ঔষধ  Naegleria fowleri  (নেগেইলারিয়া ফাউলিরি) এর বিরুদ্ধে কার্যকর। তবে, তাদের কার্যকারিতা অস্পষ্ট; কারণ প্রায় সব সংক্রমণই মরণঘাতি।

অসাধু ব্যবসায়ীক চক্রেই ভেজাল ফলে ক্ষতিগ্রস্ত ভোক্তা সাধারণ

পাবলিক হেলথ ইনস্টিটিউট এর ফল পরীক্ষার তথ্যানুযায়ীই বলতে হয় যে, এ দেশের ৫৪ ভাগ খাদ্যপণ্য ভেজাল এবং দেহের জন্যে মারাত্মক ক্ষতিকর বলেই চিহ্নিত হয়েছে। সারা দেশ থেকেই স্যানিটারি ইন্সপেক্টরদের পাঠানো খাদ্য দ্রব্যাদি পরীক্ষাকালে এ তথ্য বেরিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *