পদ্মার ভয়াবহ ভাঙনে জর্জরিত জাজিরা ও নড়িয়া উপজেলা

14657462_10209346598014160_1943392655963528610_n

জাজিরা ও নড়িয়া উপজেলায় চলছে পদ্মার ভয়াবহ ভাঙন। পদ্মার ভয়াবহ নদী ভাঙ্গনে শরিয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার শত শত গ্রাম হারিয়ে যাচ্ছে নদী গর্ভে । সেইসাথে ইয়াকুব মাদবর কান্দিও পদ্মার কড়াল গ্রাসে বিলিন হয়ে যাচ্ছে। প্রায় ২ শতাধিক বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে গেছে। অনেক পরিবার রাস্তার পাশে খোলা আকাশের নিচে বা অন্যের উঁচু জমিতে আশ্রয় নিয়েছে । এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। এছাড়া ভাঙনের মুখে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চবিদ্যালয় ।

14690988_10209346603814305_8799819837638235048_n

এমতাবস্থায় গ্রামের আশিটি ঘর সহ একটি মসজিদ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো একটি গ্রাম নতুন একটি জায়গায় পুনঃ স্থাপনে কাজ চলছে। কাজ চলছে মসজিদ ও ঘর সমূহ পূন:স্থাপনের , তাদেরকে অতিদ্রুত একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে ।

14681652_10209346606374369_8154559911428521064_n

আমরা কি পারিনা, গ্রামের শিশু গুলোকে আবারও একটি সুন্দর ভবিষ্যৎ এর সপ্ন দেখাতে, আমরা কি পারিনা এই দরিদ্র খেটে খাওয়া মানুষ গুলোকে একটু সাহায্য করতে , যাতে করে তারা আবার ঘুড়ে দাড়াতে পারে ।

আমার এই একক খুদ্র হাতে হাত মিলিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য ও সমর্থন কামনা করছি।
যোগাযোগ: ০১৭৬৫৫৫০০২১ , ইমেইল: najmul_geo@yahoo.com

লেখক :    ড.মোহাম্মদ নাজমুল ইসলাম , সহকারী অধ্যাপক , ভূগোল ও পরিবেশ

                 পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading