শ্যামগঞ্জে ২০৫ টি পাখি জব্দ

লিসান আসিব খান 

15102275_688897957948768_1468190056_o

আজ সকালে ময়মনসিংহের গৌরীপুরে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট অভিযান চালিয়ে ২০৫ টি পাখি জব্দ করেছে।

সকালে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট শ্যামগঞ্জ বাজারের পাখি বিক্রির হাটে এই অভিযান পরিচালনা করে।  অসিত রঞ্জন পালের সার্বিক তত্তাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসিম মল্লিক। এসময় তাদের উপস্থিতি টের পায়ে সকল বিক্রেতা পাখি রেখে পালিয়ে যায়।

15133667_688898344615396_1279207349_o

জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে , নিশি বক ৫, কানি বক ৬৫, গোবক ২৫, পানকৌড়ি ০৭, কালিম ০৪, কাদাখোঁচা ৪৫, পাতি সরালি ০৪, বালি হাস ০২, সোনাজিড়িয়া ২৮, পাতি বাটান ২০।

15127580_688897624615468_1336587264_o

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানায় , অবৈধভাবে পাখি শিকার ও বিক্রি রোধ করতে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একটি সংঘবদ্ধ চক্রের কাজ এটি ।  আমরা পুরো চক্রটিকে ধরার চেষ্টা করছি।  ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading