জলবায়ু পরিবর্তনঃ আমরা কতটুকু দায়ী??

“জলবায়ু পরিবর্তন” “গ্লোবাল ওয়ার্মিং” “গ্রীন হাউজ গ্যাস” !! শব্দ গুলো শুনলে মনে হয় এগুলো আমরা সাধারন মানুষ শুনে কি করব??কিন্তু আমরা নিজেরাও জানিনা আমরা নিজেদের প্রতিদিনের দৈনন্দিন কাজ কর্মের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ওপরের শব্দ গুলো জড়িত…আমাদের কিছু ছোট ছোট সচেতনতা হয়ত ভবিষ্যৎ পৃথিবীকে বাচাতে পারে। আমাদের কিছু কিছু আচরণের পরিবর্তন হয়ত ভবিষ্যৎ প্রজন্ম কে দিতে পারে একটি সুন্দর পৃথিবী।আমরা প্রায় ই রাতের বেলা গ্যাস এর চুলা জালিয়ে রাখি। গ্যাস এর চুলা জ্বালিয়ে রাখার কারনে প্রথমত তাপ নির্গত হয় দ্বিতীয়ত গ্যাস পুড়ে যে কার্বন ডাই অক্সাইড ও মিথেন পরিবেশ এ নির্গত করে তা জলবায়ু পরিবর্তন এর জন্যে দায়ী।ডিওডরেন্ট,পারফিউম,এরোসল কেনার সময় অবশ্যই CFC FREE দেখে কিনতে  হবে।এয়ার কন্ডিশনার আমাদের ঠিক যতটুকু দরকার ততটুকুই ব্যাবহার করা উচিৎ। কারন এয়ার কন্ডিশনার একটি নির্দিষ্ট স্থান এর তাপ শোষণ করে এবং বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রুপান্তর করে পরিবেশ এ ছেড়ে দেয়।বাস,ট্রাক, প্রাইভেট কার, বেবিটেক্সি ইত্যাদি পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন পরিবেশ এ বিপুল পরিমান মিথেন, কার্বন ডাই অক্সাইড নির্গত করে।গবেষণায় দেখা গিয়েছে বায়ুমণ্ডলে মিথেন কার্বন ডাই অক্সাইড এর চেয়ে ২৫ গুন বেশী তাপ আটকে রাখে।এক্ষেত্রে এসব যানবাহন এর চেয়ে দূষণ মুক্ত বা পরিবেশ কম দুষিত করে এরকম যানবাহন ব্যাবহার করা উচিৎ।টিউবলাইট, বাল্ব এরকম উচ্চ তাপ সৃষ্টিকারী বাতি ব্যাবহার না করে এনার্জি সেভিং বাল্ব ব্যাবহার করা উচিৎ।এছাড়া আমাদের বিদ্যুৎ ব্যাবহারে অবশ্যই সচেতন হতে হবে, কারন ১ ওয়াট বিদ্যুৎ উৎপাদনে বিপুল পরিমান পরিমান কয়লা/গ্যাস পোড়াতে হয়।The_Greenhouse_Effect_Diagram_Pic যা পরিবেশ এ বিপুল পরিমান কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড নির্গত করে। তাই ওভেন, ওয়াশিং মেশিন,ভ্যাকুয়াম ক্লিনার, গ্রিন্ডার, হিটার ইত্যাদির পরিমিত ব্যাবহার নিশ্চিত করতে হবে।এছাড়া যেসব যন্ত্রপাতি তাপ উৎপাদন করে যেমন ডেক্সটপ কম্পিউটার, ফ্রিজ, পারসোনাল কুলার ইত্যাদি ব্যাবহার এ সাবধান হতে হবে।এক্ষেত্রে গ্রিড এর বিদ্যুৎ ব্যাবহার এর চেয়ে সৌরশক্তি ব্যাবহার করলে পরিবেশ এর উপকার হয়।  আমাদের ছোট ছোট অসচেতনতার ব্যাপক মুল্য দিতে হচ্ছে পরিবেশকে। আমাদের অসচেতনতার কারনে বিগত ১৩ বছরে জলবায়ু কার্বন ডাই অক্সাইডের পরিমান বেড়েছে ৪২% আমাদের পরিবেশ রক্ষায় আমাদের ই এগিয়ে আসতে হবে। আমাদের ছোট ছোট আচরণ এর পরিবর্তন যদি আমাদের পৃথিবী কে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে  পরিবেশ বিপর্যয় থেকে দূরে রাখে তাহলে কেন আমরা নিজেদের একটু পরিবর্তন করবনা??

নাসির উদ্দিন

পরিবেশ বিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading