মরচেরঙ ভুতিহাঁস

মরচেরঙ ভুতিহাঁস বা ভুতিবিশিষ্ট হাঁস  (ইংরেজি Ferruginous Duck or Ferruginous Pochard) (Aythya nyroca) অ্যানাটিডি পরিবারের অ্যাইথিয়া গণের এক প্রজাতির মধ্যম আকারের ডুবুরি হাঁস । এই প্রজাতি অত্যন্ত সুলভ । এরা বাংলাদেশের পরিযায়ী পাখি । এই প্রজাতিকে বাংলাদেশের ঢাকা সিলেট রাজশাহী ও বরিশাল অঞ্চলে দেখতে পাওয়া যায় । আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে প্রায়-বিপদগ্রস্ত ( Near Threatened) বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা প্রায়-বিপদগ্রস্ত ( Near Threatened) বলে বিবেচিত।

800px-Aythya_nyroca16মরচেরঙ ভুতিহাঁস আকারে ৪০ থেকে ৪২ সে মি হয়ে থাকে । পুরুষ হাঁসটির ওজন প্রায় ৫৮০ গ্রাম ও স্ত্রী হাঁসটির ওজন প্রায় ৫২০ গ্রাম । পুরুষ হাঁসটির গায়ের রঙ পিঙ্গল বর্ণের । দেহের পিছনের অংশ গাঢ় এবং চোখ হলুদ । লেজের নিচের অংশ সাদা । স্ত্রী হাঁসটি দেখতে অনেকটা পুরুষ হাঁসের মতো । কিন্তু এদের গায়ের রঙ কিছুটা মলিন এবং চোখ গাঢ় রঙের ।

মরচেরঙ ভুতিহাঁস নিশাচর পাখি । এরা রাতের বেলা খাবার খুজতে বের হয় । এরা পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করে । এদের খাদ্য তালিকায় আছে  জলজ উদ্ভিদ যেমন সবুজ শৈবাল, শামুক, জলজ পোকামাকড়, ছোট মাছ ইত্যাদি ।

এই প্রজাতির  প্রজনন মৌসুম হল মধ্য মে থেকে জুলাই । এরা বাসা বানায় পানির কাছাকাছি যেখানে সহজে খাবার পাওয়া যায় । স্ত্রী পাখিটি ৭ থাকে ১১ টি ডিম পাড়ে। ডিমগুলি দেখতে হলদে ধূসর বর্ণের । ডিমগুলিতে তা  স্ত্রী হাঁস একাই দিয়ে থাকে । ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ২৫ থেকে ২৭ দিন । বাচ্চা গুলো ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে উড়তে পারে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading