সবুজ অভিধানঃ অম্লীয় খনিজ নিষ্কাশন ( Acid Mine Drainage)

সিফাত তাহজিবা

বিভিন্ন খনন কাজ বা খনিজ উত্তোলনের সময় কিছু আকরিক বা খনিজ পদার্থ যেমন পাইরাইট ( Pyrite) সম্বলিত পাথর যখন মাটির উপরিভাগে রাখা হয়, এতে ধারণ করা সালফার ও আয়রন, পানি এবং বাতাসের সংস্পশে এসে জারিত হয়ে যায় । এই পানি নদীর পানিতে এসে পরার সময় এর মধ্যে থাকা আয়রন সালফাইড ক্রমাগত জারণ ও পানির সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবীভূত হয়। এর ফলে, প্রবাহিত হয়ে আসা পানি অত্যন্ত অম্লীয় ও বিষাক্ত হয়ে যায় তখন এই পানিকে বলা হয় Acid Mine Drainage বা অম্লীয় খনিজ নিষ্কাশন। acid mine drainage এই পানিকে সনাক্ত করা হয় এর কমলা-হলুদ রংয়ের উপস্থিতি দ্বারা, একে ‘yellow boy’বা “হলদে বালক” ও বলা হয়। যখন পানির অম্লতা মাত্রাতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, পানিতে থাকা লোহার বিভিন্ন যৌগ’র অধো:ক্ষেপ পরে।অম্লীয় মাত্রা নির্দেশককে pH দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত এ পানির pH এর ব্যাপ্তি ০.৫ থেকে ২ হয়ে থাকে। এমনকি pH শূন্য ও পাওয়া গেছে! স্বর্ণ বা কয়লা উত্তোলনের ফলে খনিজ মিশ্রিত দূষিত পানি লোকালয়ের খাল-বিল, নদীনালাতে এসে পড়ে।দক্ষিণ আফ্রিকায় এটি প্রথম শনাক্ত করা হয় ।

দক্ষিন আফ্রিকার পর জার্মানি এ সমস্যার মুখোমুখি হয়, পশ্চিম জামানির ব্যাটারফেল্ড( Bitterfeld) এলাকার রাসায়নিক কারখানা এবং ফেডারেল স্টেট অব সেক্সনি ও থুরিনজিয়া রাজ্যে লিগনাইট এবং ইউরোনিয়াম উত্তোলনের ফলে।

খনিজ পানির এ অম্লীয় অবস্থা মূলত হয় ভূ-গভস্থে খনিজ উত্তোলন,মাটির উপর পাথরের স্তুপ, বালির স্তুপ, বিক্ষিপ্তভাবে নদীর উপর বাধ নির্মাণ করার ফলে ।এটি নদীর বাস্তুসংস্থান সহ মানুষ এবং জীবজন্তুর দেহের ক্ষতি সাধন করে, বিভিন্ন ধরণের ভারী ধাতু বয়ে নিয়ে আসা এই পানি ভূ-গভস্থ পানিকে দূষিত করে, গাছপালার উপর মারাত্তক প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading