সবুজ শব্দের শীর্ষ তালিকা !

সিফাত তাহজিবা

‘Global Warming’ আর ‘Climate Change’! এই ২টি শব্দ গত কয়েক বছর ধরে বিশ্ববাসী শুনে আসছে। ইংরেজিভাষী দেশগুলোর প্রায় ২৫০,০০০টি সংবাদ মাধ্যম,পত্রিকা এবং ইন্টারনেটের প্রাধান্য বিস্তারকারী এই শব্দ ২টি; বহুল ব্যবহৃত শব্দ তালিকার শীর্ষে ছিল।বলে রাখা জরুরি, পরিবেশের সাথে সম্পর্কযুক্ত শব্দগুলোকেই সবুজ শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অস্টিন-টেক্সাস ভিত্তিক গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটর ওয়েবসাইটটি নতুন ব্যবহৃত শব্দ এবং সেই শব্দগুলো কোথায় ব্যবহৃত হচ্ছে এর উপর ভিত্তি করে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছেন। এর মধ্যে ‘Climate Change’ ৭ নম্বরে এবং ‘Global Warming’ নেমে গেছে ১১ নম্বরে কিন্তু তাই বলে শব্দ ২টির গহীনে বাস করা সমস্যাগুলো কিন্তু কমেনি বরং উল্লেখ্য এই দুই শব্দ-সমস্যার অধীনে আরও কিছু শব্দ এ তালিকায় উঠে এসেছে যাদের সবকয়টি্র সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের যোগসূত্র রয়েছে। এর মধ্যে আছে সবুজ, বাস্তুতন্ত্র, গাছ বাঁচাও, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ইফেক্ট, জৈব জ্বালানি ইত্যাদি!

গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটরের প্রকাশিত তালিকাটি তুলে ধরা হল, এতে এ বছর শীর্ষে থাকা শব্দসমূহকে ক্রমানুসারে সাজানো হয়েছে এবং গেল বছর ২০১৪ সালে কোনটি কত নম্বরে অবস্থান করেছিল তাও দেখানো হয়েছেঃ

                                           ক্রমিক                      শব্দ                         ২০১৪ সালে অবস্থান

1

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *